মুখ্যসচিবকে কড়া চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
সোমবার বিকেলেও নবান্নে মুখ্যসচিবের সঙ্গে কেন্দ্রীয় দলের এক দফা বৈঠক হয়। সূত্রের খবর, প্রতিনিধি দলকে রাজ্য সরকার যাতে সবরকম সাহায্য করে সে ব্যাপারে মঙ্গলবার ফের মুখ্যসচিবকে কড়া চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজীব সিংহকে উদ্দেশ্য করে ওই চিঠিতে বলা হয়, ” আপনাকে অনুরোধ করা হচ্ছে, এই আন্তঃমন্ত্রক গোষ্ঠীর কাজের সুবিধার্থে সমস্ত ব্যবস্থা করুন।” এরপর মঙ্গলবার দুপুরে গুরুসদয় দত্ত রোডে বিএসএফের দক্ষিণবঙ্গ কার্যালয়ে যান মুখ্যসচিব। সেখানেই রয়েছেন এই পাঁচ সদস্যের কেন্দ্রীয় দল। সেখানে মুখ্যসচিবের সঙ্গে কেন্দ্রীয় দলের বৈঠক হয়। এর পর বিকেল পাঁচটা নাগাদ কেন্দ্রীয় দলটি বিএসএফের অতিথিশালা থেকে বেরিয়ে যাদবপুরের দিকে রওনা হন। তাঁদের সঙ্গে রয়েছে বিএসএফ এবং কলকাতা পুলিশ।