ফ্যাশন ডিজাইনার মনীষা জয়সিং-এর সঙ্গে যৌথ উদ্যোগে নিজের কালেকশন শোকেস করলেন বিগ বি কন্যা শ্বেতা বচ্চন নন্দা। MxS লেবেলে নিজের ডিজাইন করা পোশাক প্রদর্শন করেন শ্বেতা। তারই মধ্যে একটি ডেনিম জ্যাকেটের হাতায় রয়েছে অমিতাভ বচ্চনের পোর্ট্রেট। এদিনকার ফ্যাশন শোয়ের বেশ কিছু ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চন। পাশাপাশি পুরনো দিনের একটি ছবিও শেয়ার করেছেন বিগ বি। যেখানে ছোট্ট শ্বেতাকে দেখা যাচ্ছে বাবার আদুরে আলিঙ্গনে। মেয়ের প্রশংসায় সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন অমিতাভ বচ্চন। গর্বিত বাবা অমিতাভ নিজের সিগনেচার স্টাইলে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘কবে এমনটা থেকে এমন হয়ে গেলে বুঝতেই পারলাম না। লাভ ইউ মামা।’