খেলা

মোহনবাগানের জয় অব্যহত

চার্চিল ব্রাদার্স: ০
মোহনবাগান: ৩ (পাপা, সুহের, তুরসুনভ)

আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল মোহনবাগান। গোয়ার মাটিতে গিয়ে চার্চিল বধ করে আই লিগে জয়ের ধারা অব্যহত রাখার পাশাপাশি এক নম্বরে দৌড় শেষ করার ক্ষেত্রে বিরাট ব্যবধান তৈরি করে নিল সবুজ-মেরুন ব্রিগেড। চার্চিলকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ১১ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিল মোহনবাগান।