কলকাতা

যাদবপুরের সমাবর্তনে রাজ্যপাল জগদীপ ধনকড়কে গণবয়কটের প্রস্তুতি ছাত্র-ছাত্রীদের

কলকাতাঃ আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়ের। ইতিমধ্যেই ছাত্র সংগঠনগুলি প্রস্তুতি শুরু করেছে, আচার্য তথা রাজ্যপালকে গণবয়কট করা হবে। ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদের হোয়াটস্যাপে একটি বার্তা পাঠানো শুরু হয়ে গিয়েছে। তাতে লেখা হয়েছে, ‘আগামী ২৪শে ডিসেম্বর, ২০১৯ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। সেখানে উপস্থিত থাকার কথা আমাদের ‘অভিভাবক'(!) আচার্য ও রাজ্যপাল জগদীশ ধনকড়ের। তার বিভিন্ন কার্যক্রমে গত কয়েক মাসে এটা স্পষ্ট যে, তিনি বিজেপি ও আরএসএসের দালালি করে ফ্যাসিবাদের একনিষ্ঠ প্রচারকের ভূমিকাই পালন করে আসছেন লাগাতার।’ সেই বার্তায় আরও বলা হয়েছে, ‘সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমাদের আহ্বান যে, একসাথে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দাঙ্গাবাজির সমর্থক এই জগদীশ ধনকড়কে বয়কট করি। কালো পতাকা ও কালো ব্যাজ পরে আমরা আওয়াজ তুলব সিএএ, এনসিআর ও এনপিআর-এর বিরুদ্ধে।’