দেশ

রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেসে মল্লিকার্জুন খাড়্গে

রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে। কারণ দলের সভাপতি নির্বাচনের দৌড়ে অংশ নিয়েছেন তিনি। একনেতা, এক পদ এই নীতির জেরে তিনি রাজ্যসভার গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে লিখেছেন, আমি রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি।গুলাম নবি আজাদের অবসরের পরে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মল্লিকার্জুন খাড়গে সংসদের উচ্চকক্ষের বিরোধী দলনেতা হয়েছিলেন। এদিকে খাড়গের পরে পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, রঞ্জিত রঞ্জন ও দিগ্বিজং সিংয়ের মধ্যে যেকোনও কেউ পরবর্তী রাজ্যসভার বিরোধী দলনেতা হতে পারেন। শশী থারুর ও কেএন ত্রিপাঠি মনোনয়নপত্র জমা দেওয়ার পরে খাড়গেও সেই দৌড়ে নাম লেখান। আদপে কর্ণাটকের ওই কংগ্রেস নেতা ছিলেন বিদ্রোহী জি-২৩ গ্রুপের অন্যতম পৃষ্ঠপোষক। তবে প্রকাশ্য়ে তিনি এনিয়ে কিছু বললেননি।