কলকাতা

ষষ্ঠীর রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর দিয়ে আসা জলীয় বাষ্প বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য প্রভাব বাড়াবে। প্রধানত ২ থেকে ৫ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে দশমী তিথি এই কদিন প্রভাবটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলোয়। ষষ্ঠীর দুপুরে এমনই পূর্বাভাস দিল আলীপুর আবহাওয়া দফতর।