কলকাতা

রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে ২০ মিনিট বৈঠক করেন প্রধানমন্ত্রী

কলকাতাঃ শনিবার রাজভবনে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিএএ নিয়ে সেখানে নরেন্দ্র মোদি জানতে চান।  সিএএ নিয়ে প্রচারের ধরন, কোথায় কত সভা হয়েছে? সীমান্ত এলাকায় অনুপ্রবেশের বর্তমান পরিস্থিতি নিয়েও জানতে চান মোদি।আলোচনায় মূলত, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিনহা প্রধানমন্ত্রীকে রাজ্যে সিএএ পরবর্তী পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেন। সিএএ সমর্থনে কলকাতা ও রাজ্যের জেলায় জেলায় যে অভিনন্দন যাত্রা চলছে তা নিয়ে বিস্তারিত জানান রাজ্য নেতৃত্ব। সিএএ সংক্রান্ত ইস্যুতে মানুষের ভাল সাড়া পাওয়া যাচ্ছে বলেও রাজ্য নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে। সেই দাবির সমর্থনে, রাজ্যে সিএএ সংক্রান্ত প্রচারের একটি সচিত্র রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেন দিলীপ ঘোষ৷ বসিরহাটের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যের কাছে ওই এলাকার  সীমান্ত ও অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।