দেশ

রামমন্দির ট্রাস্টের সভাপতি পদে বসানো হল বাবরি সমজিদ ধ্বংসের অভিযুক্তকে

মোহন্ত নৃত্যগোপাল দাসকে রাম মন্দির ট্রাস্টের সভাপতি হিসেবে বেছে নিল নরেন্দ্র মোদি সরকার। তবে এই নিযুক্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ মোহন্ত নৃত্যগোপাল দাস বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অন্যতম অভিযুক্ত। প্রাথমিকভাবে তাঁকে ট্রাস্ট বোর্ডে রাখা না হলেও পরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্র। এর পাশাপাশি রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের সহ–সভাপতি চম্পক রায়। সবচেয়ে বড় কথা রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নৃপেন্দ্র মিশ্রকে, যিনি মোদির প্রাক্তন সহযোগী ছিলেন। নির্মাণ কমিটির সভাপতি করা হল তাঁকে। রাম জন্মভূমি ট্রাস্টের বিশ্ব প্রসন্ন তীর্থ স্বামী সংবাদমাধ্যমে জানিয়েছেন, মন্দির নির্মাণ কমিটি আগামী মাসে নির্মাণ শুরুর দিনটি স্থির করতে ফের আলোচনায় বসবেন।