কলকাতা

রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

আজ কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপর প্রথা মেনে গান স্যালুটের পর শুরু হয় কুচকাওয়াজ। সেনাবাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রীরা।  ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রেড রোড

এবং সংলগ্ন অঞ্চল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ওই এলাকার গাড়িও অন্য দিক দিয়ে ঘোরানো হয়েছে। রেড রোডে কুচকাওয়াজের জন্য যেন পরিবহন না বিঘ্নিত হয় সেব্যাপারে আগে থেকেই তৎপর পুলিস প্রশাসন। সেনাবাহিনীর কুচকাওয়াজের পর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ

নেয়। রেড রোডে আজকের অনুষ্ঠানে ছিল কন্যাশ্রী ও খাদ্যসাথীর ট্যাবলো । যোগদান করেছিলেন গোর্খা রাইফেলসের জওয়ানরা। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে দর্শকাসনে ছিলেন বহু সাধারণ মানুষও। প্রজাতন্ত্র দিবসে পরস্পরকে অভিনন্দন জানালেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। সন্ধেয় রাজভবনে চা-চক্রে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণও করলেন রাজ্যপাল।