দেশ

লকডাউনে মদ না পেয়ে হতাশার জেরে আত্মহত্যা করল কেরালায় আরও ২ ব্যক্তি

লকডাউনের জেরে মদ না পেয়ে অবসাদের কারণে আত্মহত্যা করল দুই মদ্যপ। কেরালার ঘটনা। মৃতদের নাম সুনেশ (৩২) ও নউফল (৩৪)। জানা গেছে, থ্রিসুর জেলার কোদুনগালুরের বাসিন্দা সুনেশ নদীত ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে নউফল দাঁড়ি কাটার লোশন খেয়ে আত্মহত্যা করেছেন। গতকালও ৩৮ বছরের এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এনিয়ে কেরালায় মদ না পেয়ে ৫ জন আত্মহত্যা করল। পুলিশের তরফে জানানো হয়েছে, সুনেশ মদ না পাওয়া নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন এবং অবসাদে ভুগছিলেন। তিনি গভীর রাতে বাড়ি থেকে চলে যান ও নদীতে ঝাঁপ দেন। তাঁর দেহ থ্রিসুর জেলার ইরিঞ্জালাকুদা থেকে উদ্ধার করা হয়েছে।”