লোকসভার সেক্রেটারিয়েটে রক্ষণাবেক্ষণের কাজ করা এক ব্যক্তির শরীরে মিলল করোনা ভাইরাস। খবর ছড়াতেই প্রশ্ন উঠতে শুরু করল, কতটা সুরক্ষিত লোকসভার অন্দর। এবার সাংসদরাও সংক্রমিত হবেন না তো! সংবাদসংস্থা সূত্রে খবর, দিন কয়েক ধরেই জ্বরসর্দিতে ভুগছিলেন লোকসভা সেক্রেটারিয়েটের এই হাউজকিপার। ফলে কাজেও যোগ দিতে পারেননি তিনি। তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন তার শরীরে করোনা পজিটিভ আসে। সংবাদসংস্থা আরও জানাচ্ছে ওই ব্যক্তির পরিবারের ১১ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যেই।