দেশ বিবিধ

২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত হবে উল্কাবৃষ্টি

রাতের আকাশে উল্কাবৃষ্টি দেখা যাবে বুধবার এবং বৃহস্পতিবার। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রতি ঘণ্টায় ২০ অথবা তার বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠবে আকাশে। প্রতিবছরই এই সময়ে উল্কাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। মহাকাশ বিজ্ঞানীদের মতে, এই সময়েই মহাকাশের ওই আবর্জনা স্তূপের পাশ দিয়েই ঘোরে পৃথিবী। আকাশ পরিষ্কার থাকলে এবারের উল্কাবৃষ্টি কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ তথা দেশবাসীকে নিরাশ করবে না। এই মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে ২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত। ২২ তারিখ রাত সাড়ে আটটা থেকেই শুরু হয়ে যাবে উল্কাপাত। তবে রাত যত বাড়বে উল্কা দর্শন আরও পরিষ্কার হবে। বুধবার মধ্যরাত্রেই উল্কাবৃষ্টি সবচেয়ে বেশি চাক্ষুষ করতে পারবেন মানুষ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রতি ঘণ্টায় ২০ অথবা তার বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠবে আকাশে।