দেশ

শাহিনবাগে হামলাকারী ‘‌মোদি-শাহের ভক্ত’‌, বললেন তাঁর বাবা‌

‘‌‌আমার ছেলে মোদি ভক্ত’‌। প্রকাশ্যে ঠিক একথাই বললেন শাহিনবাগের হামলাকারীর বাবা। ফের দিল্লি পুলিশ এবং বিজেপির ষড়যন্ত্রে জল ঢেলে শাহিনবাগে হামলা চালানো ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুললেন কপিল গুজ্জরের বাবা। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‌আমার ছেলে মোদি ভক্ত। এক রকমভাবে বলা যায়, মোদি–শাহের সেবক। তবে রাজনীতির সঙ্গে ওর কোনও সম্পর্ক নেই। শাহিনবাগে আন্দোলনের জেরে রাস্তা বন্ধ থাকায় এক ঘন্টার রাস্তা চার ঘন্টায় যেতে হয়। এতেই রেগে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে ও।’‌ তাঁর ছেলে বরাবরই ডানপন্থী, জাতীয়তাবাদী মনোভাবাপন্ন, এমনটাই ইঙ্গিত দিয়ে কপিল গুজ্জরের বাবা।