সেই আবেদন রবিবার বেলা সাড়ে ১১টায় শোনা হবে বলে জানাল শীর্ষ আদালত
তড়িঘড়ি দেবেন্দ্র ফড়বীশ ও অজিত পাওয়ারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোয় রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারির নির্দেশের বিরুদ্ধে ও ২৪ ঘণ্টার মধ্যে আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। সেই আবেদন রবিবার বেলা সাড়ে ১১টায় শোনা হবে বলে জানাল শীর্ষ আদালত। তিন দল চাইছে রবিবারেই বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আস্থা ভোট হোক।