এবার সরাসরি কেন্দ্রীয় সরকার কাঠগড়ায় দাঁড় করালেন উর্মিলা মাতণ্ডকর। জম্মু-কাশ্মীরে বিধিনিষেধ নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে তোপ দাগলেন বলিউড অভিনেত্রী তথা রাজনীতিক উর্মিলা মাতণ্ডকর। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করার পর থেকেই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। চাঞ্চল্যকর পারিবারিক সমস্যার কথা তুলে ধরে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন অভিনেত্রী। শুক্রবার উর্মিলা বলেন, ‘গত ২২ দিন ধরে কাশ্মীরে রয়েছেন তাঁর শ্বশুর-শাশুড়ি। কিন্তু তাঁদের সঙ্গে কথা বলতে পারছেন না তাঁর স্বামী। এটা করা হয়েছে অমানবিক আচরণের মাধ্যমে। আমার শ্বশুর-শাশুড়ি দু’জনেই অসুস্থ।তাঁদের উভয়েই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগী। গত ২২ দিন ধরে যোগাযোগ করা যায়নি। জানি না, তাঁরা সেখানে নিজেদের ওষুধ পাচ্ছেন কি না!’