
আকাশে মেঘ থাকা সত্ত্বেও সব আশঙ্কা উড়িয়ে কলকাতা থেকে দেখা গেল সূর্যগ্রহণ। মাঝেমধ্যে মেঘ এসে ঢেকে দিলেও আকাশে একপ্রকার স্পষ্টই দেখা যাচ্ছে আংশিক সূর্যগ্রহণ। আগেই বলা হয়েছিল ৮ টা ২৭ মিনিট থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। প্রথমে মেঘের কারণে দেখা না গেলেও ৮ টা ৪৫ নাগাদ দেখা যায় সূর্যের এই গ্রহণ। যদিও ভারতের দক্ষিণ

থেকেই বেশি ভালোভাবে দেখা যাচ্ছে এই দৃশ্য।কলকাতা ছাড়াও দার্জিলিং ও কোচবিহার থেকেও দেখা গেছে এই গ্রহণ। রাজ্যের অন্য জেলাগুলি থেকে এই সূর্যগ্রহণ দেখা গিয়েছে। সকাল সকালই খবর আসে পশ্চিম মেদিনীপুর থেকেও দেখা গিয়েছে এই গ্রহণ। কলকাতার পাশাপাশি গ্রহণ দেখা গিয়েছে আমেদাবাদ, মুম্বইতেও। ফলে দেশের দক্ষিণ

অংশ থেকে এই গ্রাস দেখার কথা ছিল, তেমন হল না, প্রায় সারা ভারত জুড়ে দেখা গিয়েছে সূর্যগ্রহণ। ভারতের বাইরে দুবাই থেকে দেখা গেছে অগ্নিবলয়, আবার কোথাও মেঘ না থাকায় খালি চোখে তাকানোই যায়নি সূর্যের দিকে।



