জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ বার থেকে সরকারি সামাজিক প্রকল্পে উপভোক্তাদের তথ্যভান্ডার তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিবের নির্দেশ পৌছেছে সব দফতরের কাছে। এমনিতেই সমস্ত দফতরের কাছেই এই সংক্রান্ত তথ্য রয়েছে। কিন্তু সেইসব তথ্য এক জায়গায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মিলিয়ে মোট কতজন উপভোক্তা রয়েছে সেই তথ্য হাতের কাছে রাখার জন্যই এই সিদ্ধান্ত। বিভিন্ন দফতরকে বলা হয়েছে উপভোক্তাদের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর সহ তাদের বাড়ির ঠিকানা, বয়স, ফোন নম্বর সংক্রান্ত সব তথ্য এক জায়গায় করে সেই ডাটা মুখ্যমন্ত্রীর দফতরে যথাশীঘ্র সম্ভব পাঠাতে হবে।
বিভিন্ন দফতরের উপভোক্তাদের যা হিসাব এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তা হল –
১) ২টাকা কেজি দরে চাল- ৮.৫কোটি
২) সবুজ সাথী- ১কোটি
৩) কন্যাশ্রী- ৫৬ লক্ষ
8) বাংলার বাড়ি-২৫ লক্ষ
৫) শিক্ষাশ্রী-৭০ লক্ষ
এছাড়াও কৃষকবন্ধু, বৈতরণী, যুবশ্রী, রুপশ্রী সহ আরো বেশ কিছু প্রকল্প রয়েছে। সেইসব তথ্য একত্র করেই একটা তথ্যভান্ডার তৈরি করা হবে। যাতে কম্পিউটারের এক ক্লিকেই সরকার উপভোক্তাদের সন্মন্ধে সব তথ্য হাতের কাছে পেয়ে যায়। পাশাপাশি সরকার এটাও জানতে চায় যে যত সংখ্যক উপভোক্তার সংখ্যা বিভিন্ন দফতর দেখাচ্ছে ঠিক তত সংখ্যক উপভোক্তা সত্যি আছে কি না, বা উপভোক্তারা সরকারি সুবিধা পেলেও সরকারের কাজে অখুশি কি না ?
ফাইল চিত্র।