মালদা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অভিনব উদ্যোগ ব্লক ও পুলিশ প্রশাসনের

হক জাফর ইমাম, মালদা; ৭৩ম স্বাধীনতা দিবস উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐতিহাসিক উদ্যোগ নিলো মালদা কালিয়াচক ১ ব্লক ও কালিয়াচক পুলিশ প্রশাসন। ব্রাহ্মণ ও মৌলানা একসাথে একে অপরকে আলিঙ্গনের পাশাপাশি মানব বন্ধন সাথে একেওপরকে রাখী পরিয়ে মেলবন্ধনের উৎসব পালন করা হয়।
বৃহস্পতিবার দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস। এই দিনকে মাথায় রেখে কালিয়াচক ১ ব্লক প্রশাসন ও কালিয়াচক থানার উদ্যোগে রাখিবন্ধন ও মানববন্ধন উৎসব পালন করা হয়। অনুষ্ঠানটি কালিয়াচক চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) দীপক সরকার , কালিয়াচক ১ ব্লক বিডিও সন্দীপ ঘোষ ,যুগ্ম বিডিও রিয়া চক্রবর্তী , কালিয়াচক থানার আইসি আশিস দাস , জেলা পরিষদ সদস্য আরিফুল রহমান মিয়া , পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান , কালিয়াচক ৫ তলা মসজিদের ইমাম মৌলানা আব্দুল আজিজ ও কালিয়াচকের দুটি মুন্দিদের ব্রাহ্মণ পূজারী সহ এলাকাবাসী। সাথে কালিয়াচক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের সাথে মানব বন্ধন করেন।পরে একেওপরকে রাখী পরিয়ে আলিঙ্গন করে মিষ্টি মুখ করেন।এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেই বার্তা সাধারণ মানুষের উদ্দেশ্যে দেন প্রশাসনের কর্তারা।