কলকাতা

সিএএ কার্যকর হতেই পাল্টা মাস্টারস্ট্রোক তৃণমূলের, তফসিলিদের বোঝাতে নয়া কর্মসূচি অভিষেকের

সোমবারই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। সিএএ কার্যকর হতেই পাল্টা মাস্টারস্ট্রোক দিল তৃণমূল । এবার সিএএ নিয়ে তপশিলি জাতি এবং উপজাতিদের ভুল ভাঙানোর কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। ১৫ মার্চ থেকে ‘তপশিলির সংলাপ’ নামে একটি প্রচারাভিযান শুরু করতে চলেছে তৃণমূল। তার আগে মঙ্গলবারই তফসিলি জাতি, উপজাতির নেতাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নজরুল মঞ্চের ওই বৈঠক থেকেই তৈরি হয় ‘তফসিলির সংলাপ’ প্রচার অভিযানের নীল নকশা। রাজ্যের বিভিন্ন বিধানসঊভা কেন্দ্র থেকে প্রায় সাড়ে তিন হাজার তফসিলি জাতি-উপজাতির নেতা অংশ নিয়েছিলেন এদিনের বৈঠকে। নজরুল মঞ্চের ওই বৈঠকে আজ তফসিলি নেতাদের কাছে গোটা কর্মসূচির খুঁটিনাটি বিষয় বিশদে তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে এদিন দলীয় সভার কিছু ছবি এদিন বিকেলে নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করে অভিষেক লিখেছেন, ‘এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ভাই-বোনেদের প্রতি কৃতঘ্ন বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি, ষড়যন্ত্র-চক্রান্ত ও বিদ্বেষের বাস্তব রূপ এবং তাদের নৃশংসতা তুলে ধরবে। পাশাপাশি, রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষদের প্রতি তৃণমূল কংগ্রেসের অপরিমেয় প্রতিপোষণ, তাঁদের আমৃত্যু রক্ষা করার অঙ্গীকার এবং তাঁদের সুনিশ্চিত উন্নয়নকেও তুলে ধরবে।’