দেশ

SBI sends Electoral Bonds details to EC : কাজে এল সুপ্রিম দাওয়াই, একদিনের মধ্যেই কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য দিল এসবিআই

কাজে এল সুপ্রিম দাওয়াই। সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ভারতের নির্বাচন কমিশনে নির্বাচনী বন্ডের বিবরণ জমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) । নির্বাচনী বন্ড নিয়ে এসবিআই আজ ব্যবসায়িক সময়ের মধ্যে ভারতের নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, ১৫ মার্চ বিকাল ৫টার মধ্যে ব্যাংকের শেয়ার করা বিশদ বিবরণ নির্বাচন কমিশনকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে । ২০১৮ সালে ওই স্কিম শুরু হওয়ার পর থেকে এসবিআই ৩০টি ধাপে ১৬,৫১৮8 কোটি টাকার নির্বাচনী বন্ড জারি করেছে । রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের বিকল্প হিসাবে নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল । নির্বাচনী বন্ডগুলি শুধুমাত্র একটি যোগ্য রাজনৈতিক দলের দ্বারা একটি অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিডিম করতে হবে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বন্ডগুলি ইস্যু করার জন্য একমাত্র অনুমোদিত ব্যাংক ।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বিশদ প্রকাশের জন্য ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন এসবিআই করেছিল, তা খারিজ করে দেয় ৷ নির্বাচন কমিশনকে ব্যাংকের শেয়ার করা তথ্য ১৫ মার্চ বিকেল পাঁচটার মধ্যে তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত । ১৫ ফেব্রুয়ারি দেওয়া এক যুগান্তকারী রায়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রের বিতর্কিত নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে তাকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় ৷ অন্যদিকে, নির্বাচনী বন্ডের মামলায় মঙ্গলবার এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) প্রধান আদিশ সি আগরওয়ালা ৷ নির্বাচনী বন্ড প্রকল্পের মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করার জন্য মুর্মুর কাছে আহ্বান জানিয়েছেন তিনি । শীর্ষ আদালত বিষয়টির পুনরায় শুনানি না-করা পর্যন্ত যাতে এই রায় কার্যকর করা না-হয়, রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে সেই আর্জিও জানানো হয়েছে ।