কলকাতাঃ আজ সকাল দশটার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নোটিশ দিয়েছিল সিবিআই। রবিবার লুকআউট নোটিস জারি করার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু এদিনও নির্দিষ্ট সময়ে রাজীব কুমার আসলেন না। জানা যাচ্ছে, তিনি এখন ব্যক্তিগত কাজে উত্তর প্রদেশে রয়েছেন। বেলা একটা পর্যন্ত আগাম জামিনের আবেদনের সুযোগ পাবেন রাজীব কুমার। কিন্তু আদালতে পৌঁছননি রাজীবের আইনজীবী। তবে আদালতেই আছেন সিবিআইয়ের আইনজীবীরা। আগাম জামিনের আবেদনের বিরোধিতা করবেন তাঁরা। তবে বারাসত আদালতে এক বর্ষীয়ান আইনজীবীর মৃত্যুতে আইনজীবীদের কাজ বন্ধ। তবে মামলাটি নথিভুক্ত করতে পারবেন রাজীব কুমারের আইনজীবীরা। রবিবারই ৩৪ নম্বর পার্ক স্ট্রিটে আইপিএস কোয়াটার্সে রাজীব কুমারের সরকারি বাসভবনে গিয়ে নোটিস সাঁটিয়ে দিয়ে আসে সিবিআই।
ফাইল চিত্র।