সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আর ঘরে ফেরা হল না। বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। সোমবার সন্ধ্যা ঘটনাটি ঘটেছে, ঝড়খালির ছেড়া মাতলা জঙ্গলে। নিহত মৎস্যজীবীর নাম, বরুণ বালা (৩৫)। ঝড়খালি কোস্টাল থানার, ঝড়খালি ৩ নম্বর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যান তিনি। সূর্য ডোবার পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে নৌকোয় চলে আসছিলেন তাঁরা। এ সময়ই একটি বাঘ বেরিয়ে ঘাড় কামড়ে ধরে বরুণকে জঙ্গলে টেনে নিয়ে যায়। প্রাথমিক ধাক্কা কাটতেই বরুণের সঙ্গে থাকা অন্য মৎস্যজীবীরা হইচই শুরু করে দেন। পটকাও ফাটাতে শুরু করেন। কিন্তু ততক্ষণে বরুণকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গিয়েছে বাঘ। আজ ভোরের আলো ফুটলে জঙ্গলের ভিতর থেকে বরুণের দেহ উদ্ধার করেন ওই মৎস্যজীবীরা। নৌকো করে দেহ নিয়ে আসা হয় ঝড়খালিতে।