ফের মধ্যবিত্তের মাথায় হাত। এবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমালো এসবিআই। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার তিন শতাংশ থেকে কমে গিয়েছে এক ধাক্কায় অনেকটাই। কমে নয়া সুদের হার হল ২.৭৫ শতাংশ। দেশের আর্থিক পরিস্থিতির কথা পর্যালোচনা করেই এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে।