বিদেশ

সোলেমানির শেষকৃত্যের মিছিলে পদপিষ্ট হয়ে মৃত ৩২, আহত কমপক্ষে ১৯০

ইরানের কুদস বাহিনীর কম্যান্ডার জেনারেল কাসেন সোলেমানির শেষযাত্রায় সামিল হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই পদপিষ্ট হয়ে মারা গিয়েছে অন্তত ৩২ জন। আহত কমপক্ষে ১৯০ জন। মঙ্গলবার এমনটাই দাবি করেছে তেহেরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।