দেশ

সোয়াইন ফ্লুতে আক্রান্ত সুপ্রিম কোর্টের ৬ বিচারপতি

সোয়াইন ফ্লু-র ধাক্কায় বেসামাল বিচারব্যবস্থা। সুপ্রিম কোর্টের ছয় বিচারপতি সোয়াইন ফ্লু বা এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। মঙ্গলবার একথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এতজন বিচারপতি একসঙ্গে আক্রান্ত হওয়ার ফলে দেশের শীর্ষ আদালতেও রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে। দুনম্বর কক্ষে গিয়ে এদিন দেখা গেল মুখে মাস্ক পরে এজলাসে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না। বিচারপতি চন্দ্রচূড় বলেন, তিনি প্রধান বিচারপতিকে আবেদন করেছেন, উদ্ভূত পরিস্থিতিতে শীর্ষ আদালতের পথনির্দেশ করতে। ছয়জন বিচারপতি রোগাক্রান্ত হওয়ায় অনেক মামলার শুনানি থমকিয়ে গিয়েছে। তার মধ্যে রয়েছে শবরীমালার শুনানি এবং দুটি সাংবিধানিক বেঞ্চের মামলাও। পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে এবং সংক্রমণ রোখার পদ্ধতিগত আলোচনার জন্য এদিন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্মন্ত দাভে এবং সদস্যদের নিয়ে বৈঠক করেছেন প্রধান বিচারপতি এসএ বোবডে। বৈঠক দাভে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করেছেন প্রধান বিচারপতি। সরকার বলেছে, সুপ্রিম কোর্টে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চালু করবে এবং আদালতের মধ্যেই একটা ডিসপেনসারি খুলবে।