কলকাতা

হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধনে মিলেনিয়াম পার্কে মোদি-ধনকড়-মমতা

কলকাতাঃ প্রধানমন্ত্রীর সফর ঘিরে দফায় দফায় বিক্ষোভে উত্তেজনা ছড়াল কলকাতার বিভিন্ন অংশে। আর এর মধ্যেই কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে শহরে পা রাখার পর থেকে চলছে বিক্ষোভ কর্মসূচি। যখন মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে একমঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সন্ধ্যে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধনে মিলেনিয়াম পার্কে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন রাজ্যপাল ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যের খাতিরেই আবার হাওড়া ব্রিজের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। মিলেনিয়াম পার্কের সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চে বসলেও মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তা বুঝিয়ে দিয়েছেন।