দেশ

১ মার্চ থেকে ইন্ডিয়ান ব্যাংকের এটিএম-এ মিলবে না ২ হাজারের নোট

২ হাজার টাকার নোট খুচরো করতে অসুবিধা হয় বাজারে। তাছাড়া এটিএম থেকে তুলে ব্যাংকে গিয়ে টাকা ভাঙানোর লাইন দেয় গ্রাহকরা। না দিলে কোথা থেকেই বা পাবে সাধারণ মানুষ ? আর তাতেই সমস্যায় পড়ছেন ব্যাঙ্ক কর্মীরা । তাই এই সব দিক মাথায় রেখে মার্চের পয়লা ২০২০ থেকে ইন্ডিয়ান ব্যাংকের এটিএম-এ কাউন্টারগুলিতে আর পাওয়া যাবে না ২হাজার টাকার নোট। সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, আগামী মাসের পয়লা তারিখ থেকে তাদের কোনও এটিএম কাউন্টারেই আর ২ হাজারের নোট পাওয়া যাবে না। তার বদলে ওখান থেকে ২০০ টাকার নোট বের হবে।এর জন্য প্রতিটি এটিএম মেশিনে ২ হাজার টাকার বদলে ২০০ টাকার নোটের সেন্সর লাগানোর কাজ চলছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই তা শেষ হবে।