দেশ

ব্যালটে নয়, ইভিএমে ভোট, জানিয়ে দিল শীর্ষ আদালত

ভোটের মুখে বড় রায় সুপ্রিম কোর্টের। ব্যালটে নয়, ইভিএমের মাধ্যমেই ভোটের নির্দেশ আদালতের। ১০০ শতাংশ ভিভিপ্যাড ইভিএম মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে ভবিষ্যতে ভিভি প্যাডে বার কোড ব্যবহারের পরামর্শ দিয়েছে আদালত। ইভিএমে ভোটের পক্ষে রায় জানিয়ে দিল শীর্ষ আদালত। আর তার ফলে কার্যত স্বস্তি নির্বাচন কমিশনের। ব্যালট পেপারে ভোটের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। EVM-এর মাধ্যমে ভোটের নির্দেশ সুপ্রিম কোর্ট। ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ভিভিপ্যাট) সংক্রান্ত পিটিশনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্ট রায় জানিয়ে দিয়েছে। VVPAT মামলায় বেশ কয়েকটি শুনানির পর সুপ্রিম কোর্ট থেকে বড়সড় স্বস্তি পেল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের মধ্যেই সুপ্রিম কোর্ট ভিভিপ্যাট স্লিপের সঙ্গে ইভিএমের মাধ্যমে প্রদত্ত ভোটের ১০০ শতাংশ মিলের দাবিতে সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা VVPAT সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করেছি।