দেশ

৯টি রাজ্য বন্যায় বিপর্যস্ত, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৯

দেশের ৯টি রাজ্য বন্যায় বিপর্যস্ত। দক্ষিণে কেরল, কর্ণাটকের অবস্থা ভয়াবহ। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটের পরিস্থিতিও গুরুতর। সব মিলিয়ে মৃত ১৫৯। কেরলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭। কর্ণাটকে মৃত ৩০। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ৩২। পশ্চিম মহারাষ্ট্রের পাঁচটি জেলায় বন্যার কবলে ৩০ জনের মৃত্যু হয়েছে। সাংলি জেলায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭।‌ গত তিন দিন ধরে বিপর্যস্ত কেরল। ৬৭ জনের মৃত্যুর খবর এসেছে। ৫৭ জন নিখোঁজ। ২ লক্ষ ৫৪ হাজার মানুষ গৃহহীন। ঘরছাড়া লোকজন মাথা গুঁজেছেন ১,৬২১টি ত্রাণ শিবিরে। ১৭টি জেলার এক হাজারের বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।