বিজ্ঞান-প্রযুক্তি

ইউপিআই লেনদেনে এবার থেকে লাগবে অতিরিক্ত চার্জ

ইউপিআই মারফৎ ২ হাজার টাকার বেশি লেনদেনে দিতে হতে পারে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে এই পরামর্শ দিয়েছে এনপিসিআই। সব ঠিকঠাক থাকলে ১ এপ্রিল থেকেই লাগু হতে পারে এই নিয়ম। তবে সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে এর কোনও প্রভাব পড়বে না। অনলাইন ওয়ালেট মারফৎ লেনদেনে এই মূল্য চোকাতে হবে। তবে সাধারণ ক্রেতা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি কোনও ওয়ালেটে টাকা পাঠান তাহলে কোনও ফি লাগবে না। ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার বা পিপিআই থেকে পিপিআইতে টাকা পাঠালে এই অতিরিক্ত ইন্টারচেঞ্জ ফি প্রযোজ্য হবে।