কলকাতা

৩ মাস ধরে পাচ্ছেন না বেতন! বকেয়া বেতনের দাবিতে পুরসভায় বিক্ষোভ

 এ বার চুক্তিভিত্তিক মালিরা প্রায় ৩ মাস ধরে পাচ্ছেন না বেতন। বকেয়া বেতনের দাবি এবং ঠিকাদার সংস্থাকে বাতিলের দাবি করেন মালিরা।‌ উদ্যান বিভাগের ডিজি-র ঘরের সামনে বিক্ষোভ সামিল হন তাঁরা। কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মালিরা চুক্তিভিত্তিক কাজে নিয়োগ হন। ঠিকাদার সংস্থার মাধ্যমে পিএফ, ইএসআই কেটে মাসে বেতন মেলে ৮ হাজার থেকে ৮৫০০ টাকা । এমনিতেই মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে সংসার চলে না। তার উপর অভিযোগ, জানুয়ারি মাস থেকে বেতন বন্ধ। ক্রমশ দেনার দায়ে জড়িয়ে পড়ছেন কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক এই ঠিকা শ্রমিকরা।