দেশ

কেরালায় বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০, ধসে নিখোঁজ ১২, উদ্ধারে সেনা ও এনডিআরএফ

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরালায় ৷ বন্যা ও ধসে মারা গিয়েছেন ১০ জন ৷ সেনাবাহিনী ও এনডিআরএফ উদ্ধারকাজ শুরু করেছে ৷ কোট্টায়ামের কুট্টিক্কাল এবং ইদুক্কির কোক্কায়ারের ধসে ১২ জন নিখোঁজ ৷ কুট্টিকাল, কোক্কায়ারে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রাজ্যের বেশ কিছু জেলা কার্যত জলের তলায় ৷ নেই বিদ্যুৎ সংযোগ ৷ কেরালার বাঁধগুলিতে জল বইছে বিপদ সীমার উপর দিয়ে ৷