দেশ

সিরডি যাওয়ার পথে বাস–ট্রাক সংঘর্ষ, মৃত ১০, আহত ১৭ 

সিরডি যাওয়ার পথে বাস–ট্রাক সংঘর্ষে মৃত হয়েছে ১০ জনের। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন যাত্রী। আহত ১৭। শুক্রবার সকালে মহারাষ্ট্রের পাথারে গ্রামের কাছে নাসিক–সিরডি জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে, বাসে চেপে সিরডি যাচ্ছিলেন যাত্রীরা। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঠাণে জেলার অম্বরনাথ থেকে ছেড়েছিল বিলাসবহুল বাসটি। সওয়ার ছিলেন ৪৫ জন যাত্রী। গন্তব্য ছিল সিরডি। সকাল সাড়ে ৬ টা নাগাদ পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের সিন্নার গ্রামীণ হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট তৈরি হয়েছে। পুলিশ যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে। জানা গেছে মৃতদের মধ্যে সাতজন মহিলা, দু’‌জন শিশু ও এক ব্যক্তি রয়েছেন। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।