বিদেশ

কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ১০০ শিশু

কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে শুক্রবার প্রাণ হারাল কমপক্ষে ১০০ শিশু ৷ বিবিসি-র রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী শহরের পশ্চিমে দাস্ত-ই-বারচি এলাকায় কাজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে ৷ দুর্ঘটনাস্থল কাজ উচ্চশিক্ষা কেন্দ্রের এক নির্দেশক বোমা বিস্ফোরণের ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাতে টুকরো-টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের শরীরের বিভিন্ন কুড়োচ্ছি আমি ৷ যেগুলোর সবই আমার কোনও না কোনও ছাত্রের ৷ স্থানীয় এক সংবাদমাধ্যম কর্মী টুইটারে লিখেছেন, “এখনও পর্যন্ত একশোজন ছাত্রছাত্রীর মৃতদেহ গোনা সম্ভব হয়েছে ৷ যাদের মধ্যে বেশিরভাগই একটু উঁচু শ্রেণির ৷ বিস্ফোরণের সময় ক্লাসরুম পুরো ভর্তি ছিল ৷ বিশ্ববিদ্যালয়ে এদিন প্রবেশিকা পরীক্ষার মক ইন্টারভিউ সেশন চলছিল ৷”