প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের আজ ঐতিহাসিক ১০০তম পর্ব ৷ বেলা ১১টার সময় এই বিশেষ পর্বে সাধারণ মানুষকে সরাসরি যোগদানের আহ্বান জানালেন নমো ৷ তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠানের সফর তাঁর কাছে প্রকৃতঅর্থেই স্পেশাল বলে বর্ণনা করেছেন তিনি । প্রধানমন্ত্রী বলেন তাঁর এই সফরে দেশের মানুষের সম্মিলিত স্পিরিট উদযাপন করা হয়েছে ।তাঁর আজকের বিশেষ এপিসোডের আগে প্রধানমন্ত্রী টুইটে লেখেন মন কি বাত ১০০এর জন্য বেলা ১১ টায় যোগ দিন । এটি সত্যিই একটি বিশেষ সফর যেখানে আমরা ভারতের জনগণের সম্মিলিত স্পিরিট উদযাপন করেছি এবং অনুপ্রেরণামূলক জীবনযাত্রাকে তুলে ধরেছি ৷ এটি বেলা ১১ টায় সম্প্রচারিত হবে এবং সারা দেশের পাশাপাশি রাষ্ট্রসংঘের সদর দফতরসহ বিশ্বের বিভিন্ন অংশে সরাসরি অনুষ্ঠানের সম্প্রচার করা হবে ।