বিপ্লব দেবের পদত্যাগের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মানিক সাহা৷ এ বার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার পালা ৷ আজ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মোট ১১ জন বিধায়ক ৷ এঁদের মধ্যে ৯ জন বিজেপির ও ২ জন আইপিএফটি-র ৷ আজ রাজভবনে ক্যাবিনেট মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন ত্রিপুরার রাজ্যপাল এসএন আর্য ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বর্তমান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা ও বিপ্লব দেব ৷ যে মন্ত্রীরা আজ শপথ নেবেন তাঁরা হলেন, জিষ্ণু দেববর্মা, এনসি দেববর্মা, রতন লাল নাথ, প্রাণজিৎ সিংহ রায়, মনোজকান্তি দেব, সান্ত্বনা চাকমা, রাম প্রসাদ পাল, ভগবান দাস, সুশান্ত চৌধুরী, রামপদ জামাতিয়া ও প্রেম কুমার রিয়াং ৷


