কলকাতা

১৪ দিনের ইডি হেফাজত ‘কালীঘাটের কাকু’র

ইডি তলবে সাড়া দিয়ে গতকাল সুজয়কৃষ্ণ ভদ্র হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা জেরা করার পরে গত মঙ্গলবার ইডি গ্রেফতার করেছে সুজয়কৃষ্ণ ভদ্রকে। আজ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে। এরপর তাঁকে পেশ করা হয় ব্যাঙ্কশাল হাসপাতালে। ইডি’র আবেদন ছিল, তাঁকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। অন্যদিকে, তাঁর দাদা অজয়কৃষ্ণ ভদ্রের দাবি, ভদ্র পরিবার সঙ্ঘ ঘনিষ্ঠ। তাঁরা বর্তমানে যে আরএসএস ঘনিষ্ঠ তা নয়। বেশ কয়েক প্রজন্ম ধরেই তাঁরা সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ। অজয় বলেন, তাঁদের সবচেয়ে বড় দাদা অমরকৃষ্ণ ভদ্র। তিনি এখনও আরএসএসের সক্রিয় কর্মী। ধৃত সুজয় না কি আগে আরএসএস করতেন। তারপরে না কি তৃণমূলে যোগ দেন। এদিকে সুজয় জায়া বীণা ভদ্রের দাবি, গ্রেফতারির পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র।