দেশ

নাম বদলে মহারাষ্ট্রের আহমেদনগর হয়ে গেল অহল্যানগর

মহারাষ্ট্রের আহমেদনগরের নাম বদলে রাখা হল অহল্যানগর। এদিন ছিল রানি অহল্যা বাঈ হোলকারের ২৯৮তম জন্মজয়ন্তী। হোলকার জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেই আহমেদনগরের নাম বদলে অহল্যা বাঈ নগর রাখার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। বুধবার এই অনুষ্ঠানে আহমেদনগরের নাম পাল্টানোর কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি জানান, আহমেদনগরের চণ্ডী গ্রামে জন্মেছিলেন মরাঠা সম্রাজ্ঞী অহল্যাবাঈ  হোলকার। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আহমেদনগরের নাম অহল্যানগর রাখা হয়েছে। নাম বদলকে স্বাগত জানিয়েছে বিজেপি-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি।