পুরীতে জগন্নাথধামে রথের রশিতে টান দিতে দেশ-বিদেশ থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা। লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে পুরীর রাস্তায়। তবে এই ভিড়েই বিপত্তি ঘটে ফি বছর। চলতি বছরেও অন্যথা হল না। ভিড়ের চাপ, পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনায় আহত হয়েছন ১৪ জন ভক্ত। অসুস্থ অন্ততপক্ষে ৮২ জন। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ৩টে ৫মিনিটে পুরীতে রথের রশিতে প্রথম টান পড়ে। ভগবান বলরামের তালধ্বজ রথের দড়িতে টান দিয়ে গিয়েই বিপত্তির সৃষ্টি হয়। শুরুতেই হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। মারিচিকোট চকে তালধ্বজ রথ পৌঁছতেই দুর্ঘটনা ঘটে। ধাক্কার জেরে বহু মানুষ পড়ে যান। তখনই পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এভাবে আহত হন ১৪ জন। আহতদের পুরী জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে রথযাত্রা উৎসব চলাকালীন জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন ৮২ জন। ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।