আজ দিন ভোরে মহাকাল মন্দিরে দুর্ঘটনা ৷ সোমবার ভোরবেলা ভস্মারতির সময় হঠাৎ গর্ভগৃহে আগুন লেগে যায় । তাতেই প্রায় ১৪ জন পুরোহিত দগ্ধ হন । আগুনের লাইভ ভিডিয়ো সামনে এসেছে । আহত সবাইকে জেলা হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে । ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে । সৌভাগ্য যে, মন্দিরে লাগানো ফায়ার সিস্টেমের সাহায্যে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । এই ঘটনায় উজ্জয়িনীর কালেক্টর নীরজ কুমার সিং তদন্তের নির্দেশ দিয়েছেন । টুইটে শোকপ্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জানা গিয়েছে, সোমবার সকালে মহাকাল মন্দিরে দোল পূর্ণিমার উৎসব পালিত হচ্ছিল । শতশত মানুষ একে অপরের গায়ে রং দিচ্ছিলেন । বাবা মহাকালের ভস্ম আরতির সময় আরতির থালায় রং পড়ে ৷ তারপরই হঠাৎ আগুন লেগে যায় ৷ যার জেরে মন্দিরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় । গর্ভগৃহের ভিতরে উপস্থিত পুরোহিত আগুনে গুরুতর দগ্ধ হন ৷ যাঁকে অবিলম্বে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে।