জেলা

ঘুম ফেস্টিভ্যালে যাত্রী নিয়ে ফের ছুটল শতাব্দী প্রাচীন ইঞ্জিন ‘বেবি সেভক’

ঘুম ফেস্টিভ্যালে যাত্রী নিয়ে ফের লাইনে ছুটল ব্রিটিশ আমলের স্টিম টয়ট্রেন ইঞ্জিন ‘বেবি সেভক’ । এই ‘বেবি সেভকে’র বয়স 143 বছর । এবারের ঘুম ফেস্টিভ্যালে নজর কাড়ল শতাব্দী প্রাচীন এই ইঞ্জিন ৷ শনিবার থেকে রবিবার ঘুম ফেস্টিভ্যালে রেল লাইনে ছুটল পুরনো এই টয়ট্রেন, যা দেখতে উপড়ে পড়ল পর্যটকদের ভিড় ৷ এমনকি পর্যটকদের নিয়ে এক চক্কর সফরও করে এই শতাব্দী প্রাচীন টয়ট্রেন ৷