দেশ

উত্তরপ্রদেশের ১৬ চিকিৎসকের ইস্তফা

একদিকে উত্তরপ্রদেশজুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতি। আর এই অবস্থাতেই উন্নাওয়ের বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের ১৬ জন চিকিৎসক পদত্যাগ করলেন। চিকিৎসকদের অভিযোগ, তাঁদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। সেজন্যই তাঁরা পদত্যাগ করেছেন। তবে করোনার এহেন ভয়ঙ্কর পরিস্থিতিতে এই ভাবে পদত্যাগ করা নিয়ে নেটিজেনদের অনেকেই ওই ১৬ চিকিৎসকের সমালোচনা করেছে। উন্নাওয়ের সিএমও ডাঃ আশুতোষ কুমার জানান, যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে ১১ জন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে ছিলেন। বাকি পাঁচজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রধান। ডেপুটি সিএমওর কাছে চিঠি পাঠিয়ে ওই চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যেভাবে বার বার প্রশাসনের তরফে নানা ধরনের নির্দেশিকা জারি করা হচ্ছে, তাতে প্রবল চাপের মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই তাঁরা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গঞ্জমুরাদাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র্রের প্রধান ডাঃ সঞ্জীব কুমার বলেন, আরটি-পিসিআর টেস্ট হোক বা টিকাকরণ —সরকার সবসময় তড়িঘড়ি কাজ শেষ করার নির্দেশিকা জারি করছে। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। সেকারণেই তাঁরা ইস্তফা দিয়েছেন। এদিকে বৃহস্পতিবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোভিড পরিস্থিতি কেমন রয়েছে, তা জানতেই এদিন বিশ্ববিদ্যালয় সফরে যান মুখ্যমন্ত্রী। গত ২০-২৫ দিনে এই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে।