জেলা

আজ হাওড়া ডিভিশনে বাতিল ১৬ লোকাল ট্রেন

আজ, রবিবার হাওড়া ডিভিশনে ১৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ছুটির দিনেও যাঁরা বেরবেন, তাঁদের দুর্ভোগের মুখে পড়তে হতে পারে। মূলত রেলের পরিকাঠামোগত বিভিন্ন সংস্কারের জন্য এদিন লোকালগুলি বাতিল করা হয়েছে। ট্র্যাক, সিগন্যাল, ওভারহেড ইলেকট্রিফিকেশন সহ একাধিক ক্ষেত্রে জরুরি কাজগুলি করা হবে এদিন। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে কাজ হবে বলে বন্ধ রাখতে হবে বেশ কিছু ট্রেন। মূল উদ্দেশ্য হল হাওড়া ডিভিশনের সার্বিক পরিষেবাকে আরও উন্নত ও সুরক্ষিত করা। রেল জানিয়েছে, এই কাজের জন্য আজ হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-বর্ধমান-নৈহাটি, বর্ধমান-হাওড়া এবং খানা-গুমানি সেকশনে ট্রেন পরিষেবায় প্রভাব পড়বে। বাতিল ট্রেনগুলির নম্বর হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫, ৩৭৯১৫। বর্ধমান থেকে ৩৬৮৪২, ৩৬৮৪৪। ব্যান্ডেল থেকে ৩৭৫৩৬, ৩৭৫৩৮। নৈহাটি থেকে ৩৭৫৩৫, ৩৭৫৩৭। তারকেশ্বর থেকে ৩৭৩২৬। কাটোয়া থেকে ৩৭৯২৪। ডানকুনি থেকে ৩২২৩২, ৩২২৩৪। শিয়ালদহ থেকে ৩২২৩১, ৩২২৩৩। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাসূচি খানিক বদল হবে। এর মধ্যে ৩৭৩২৮ নম্বর ট্রেনটি সকাল ১১টা ১৫ মিনিটের পরিবর্তে ১১টা ৩০ মিনিটে ছাড়বে। একইভাবে ১২৩৪৮ নম্বর ট্রেনটি রামপুরহাট স্টেশন থেকে বিকেল ৪টে ৪০ মিনিটের বদলে ৫টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে। এছাড়াও এদিন চারটি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত হবে। সেগুলি হল হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস (১ ঘণ্টা), হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস (৪৫ মিনিট), হাওড়া-জয়নগর এক্সপ্রেস (৩০ মিনিট) এবং আজিমগঞ্জ-কাটোয়া মেমু স্পেশাল (৩০ মিনিট)।