কেরলে এক মডেলকে গণধর্ষণের অভিযোগ। নাইটক্লাবে মদ্যপান করে হুঁশ হারিয়েছিল ১৯ বছরের পেশায় মডেল এক তরুণী। সেই সুযোগ ওই তরুণী মডেলকে জোর করে গাড়িতে তুলে গণধর্ষণ করল চারজন ব্যক্তি। গণধর্ষণের পর কাক্কনাডের এক লজে ঘর ভাড়া করে সেই তরুণীকে রেখে পালিয়ে যায় চারজন। জ্ঞান ফিরে তরুণী ফোন করে সব জানায় তার এক বন্ধুকে। এরপরই তারা যায় পুলিশের কাছে। প্রাথমিক তদন্ত, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক মহিলাকেও আটক করা হয়েছে।