Posted onAuthorবঙ্গনিউজComments Off on রায়গঞ্জ শ্যুটআউট কাণ্ডে গ্রেফতার ২
রায়গঞ্জ শ্যুটআউট কাণ্ডে গ্রেপ্তার ২। ধৃতদের নাম মহম্মদ ইমরান এবং মুন্না মহম্মদ। তাদের লকআপ থেকে বের করে রায়গঞ্জ জেলা আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে পুলিস। এদিকে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রায়গঞ্জ থানা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে