মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতেরা হল, জুলফিকার আলি এবং ওয়াকার আলি। তাদের বাড়ি ডোমকলের জিৎপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, একটি পাইপ গান, থ্রি নট থ্রি এবং তিনটি কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধের ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিস। আজ তাদের বহরমপুর জেলা আদালতে তোলা হবে।