দেশ

অবশেষে পাত্র চল মামলায় জামিন পেলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

বুধবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত পাত্র চল পুনর্নির্মাণ প্রকল্প সংক্রান্ত একটি মানি লন্ডারিং মামলায় জামিন পেলেন। ১,০৩৪ কোটি টাকার পাত্র চল জমি কেলেঙ্কারির মামলায় ছয় ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেফতার করেছিল। রাউতের সহযোগী এবং প্রধান অভিযুক্ত প্রবীণ রাউতকেও মুম্বইয়ের একটি বিশেষ আদালত জামিন দিয়েছে। রাউত তার জামিনের আবেদনে দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে মামলাটি ‘ক্ষমতার অপব্যবহার’ এবং ‘রাজনৈতিক প্রতিহিংসার’ একটি নিখুঁত উদাহরণ। তিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁকে মুম্বইয়ের আর্থার রোড কারাগারে বন্দী রাখা হয়েছে। ইডি রাউতের আবেদনের বিরোধিতা করেছিল। তাঁরা বলে যে তিনি পাত্র চল পুনর্নির্মাণ সংক্রান্ত অর্থ তছরুপ মামলায় একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন। তাঁরা আরও বলে যে এই অর্থের সঙ্গে সংযোগ এড়াতে ‘পর্দার আড়ালে’ কাজ করেছিলেন।