জেলা

জলপাইগুড়ির নাগরাকাটায় হাতির হানায় মৃত ২

জলপাইগুড়ির নাগরাকাটার হাতির হানায় মৃত্যু হল দুজনের। আহত আরও দুই। মৃত ব্যক্তিরা দুজনেই একই পরিবারের বলে জানা গিয়েছে। গতকাল, মঙ্গলবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের ১ নং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার কলাবাড়ি চাবাগানে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার গারা লাইনে বুনোহাতির দল আটমকাই ঢুকে পড়ে। যার ফলে হাতির হামলায় একই পরিবারের দুইজনের মৃত্যু হয়। এছাড়াও ওই এলাকায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। পুলিস জানিয়েছে মৃতদের নাম বাবুরাম মাঝি(৬৫),ও তাঁর স্ত্রী বাহামুনি মাঝি(৬০)। আহত হয়েছেন, মেয়ে আশা মাঝি(২৮) ও নাতি শিবরাজ মাঝি(৫)। জানা গিয়েছে, গভীর রাতে পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে একটি বুনো হাতি বেড়িয়ে এসে গারা লাইনে ঢুকে পড়ে। ঢুকেই প্রথমে বুদ্ধিমান উরাওয়ের বাড়ি ভেঙে দেয়। সেখান থেকে হাতিটি বাবুরাম মাঝির বাড়ি ভাঙা শুরু করে। সেই সময় বাবুরাম মাঝি ও পরিবারের বাকি সদস্যরা গভীর নিদ্রায় মগ্ন ছিল। তাই তারা কেউ টের পায়নি। একটি চৌকির মধ্যে চারজনই ঘুমাচ্ছিলেন। হাতিটি সেই চৌকি টেনে বের করে। বাবুরাম ও তাঁর স্ত্রী বাহামুনিকে আক্রমণ করে। ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়। বাকি দুজনকে শুঁড় দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়। তারা আহত অবস্থায় বানারহাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় রয়েছে।