গভীর রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে এক বহুতলের চারতলায় থাকা গোডাউনে আগুন লাগে। গতকাল, রবিবার গভীর রাতে ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি। আচমকাই ওই গোডাউনে আগুন লাগে। গোডাউনটি কাপড়ের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিস সূত্রে খবর, ওই কাপড়ের গোডাউনের উল্টো দিকে ছিল একটি ঘর। তাতে ভাড়া থাকতেন কিষাণ পণ্ডিত নামের এক পুরোহিত। গতকাল, রবিবার তাঁর সঙ্গেই ওই […]


