দেশ

হিমাচলপ্রদেশের ধরমশালায় ভেঙে পড়ল প্যারাগ্লাইডার, মৃত ১ পর্যটক, আহত ১

হিমাচল প্রদেশের ধরমশালায় প্যারাগ্লাইডার ভেঙে মৃত্যু এক পর্যটকের। মৃতের নাম সতীশ রাজেশ (২৭)। তিনি গুজরাটের বাসিন্দা। এ ছাড়াও আহত প্যারাগ্লাইডারের পাইলট সুরজ। দুর্ঘটনা ঘটে রবিবার। প্যারাগ্লাইডারটি টেকঅফ করে কিছু দূর যাওয়ার পরেই তা মাটিতে ভেঙে পড়ে। কাংড়ার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ধরমশালা জ়োনাল হাসপাতালে এবং পরে তান্ডা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। […]